সোমবার ২৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidaabad: বিরোধী দলনেতার ঘর দখল ঘিরে ধুন্ধুমার রানিনগরে

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৪ ২১ : ৩৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে? এই নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার ধুন্ধুমার পঞ্চায়েত সমিতির অফিসে।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে, তা এখনও স্থির হয়নি এই অভিযোগ তুলে মঙ্গলবার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসানের ঘরে তালা লাগিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। পঞ্চায়েত সমিতির অফিসে এসে তৃণমূল সদস্যদের নজরে ঘটনাটি পড়তেই তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। পঞ্চায়েত সমিতির সামনে অবস্থান -ধর্নাতে বসে পড়েন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা। পরে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানিনগর-২ ব্লকের বিডিও-র হস্তক্ষেপে বিকেলে নিজের ঘর ফিরে পেয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান।
গত পঞ্চায়েত নির্বাচনের ২৭ আসন বিশিষ্ট রানিনগর-২ পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসন থেকে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস জয়ী হয় ন'টি আসন থেকে এবং বাম প্রার্থীরা জেতেন পাঁচটি আসন থেকে। এরপর বাম-কংগ্রেস জোটের তরফ থেকে কংগ্রেসের কুদ্দুস আলি ওই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন। তবে পঞ্চায়েত সমিতির ন'টি স্থায়ী সমিতি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, 'গত এক বছর আগে দলের তরফ থেকে আমাকে এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা করা হয়েছে এবং সেই চিঠি পঞ্চায়েত সমিতিতে জমাও করা হয়েছে। তারপর থেকে গত এক বছর ধরে আমি নিয়মিত বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েত সমিতির, স্থায়ী সমিতির সমস্ত বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পেয়েছি এবং যোগদানও করেছি।'
তিনি বলেন, 'আজ সকালে এসে দেখি আমার ঘরের দরজাতে তালা লাগানো রয়েছে এবং আমার ঘরের সামনে লাগানো নেমপ্লেট ভেঙে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমার ঘরে রাখা বেশ কিছু দরকারি কাগজপত্র চুরি করা হয়েছে। গোটা ঘটনাটি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্দেশে।'
অন্যদিকে রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুশ আলি দাবি করেন, 'রানীনগর-২ পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসন থেকে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, ন'টিতে কংগ্রেস এবং পাঁচটি আসনে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। একটি পঞ্চায়েত সমিতিতে সর্বাধিক আসন পেয়ে কীভাবে তাঁরা বিরোধী দল নেতার পদ দাবি করছেন সেই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলা শাসককে ই-মেলের মাধ্যমে চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা তৈরি করার মূল কারিগর এসডিও এবং বিডিও। ওই ব্যক্তিকে প্রশাসনিক আধিকারিকরা বিরোধী দলনেতার তকমা দিয়ে কোনও চিঠি রয়েছে বলে আমার জানা নেই।'
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আপাতত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকেই তাঁর নিজের পুরনো ঘরটি ফিরিয়ে দেওয়া হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

জানুয়ারিতে আর ফিরবে না ঠান্ডা! চলতি সপ্তাহেই তাপমাত্রায় বড়সড় বদল, আবহাওয়ার বড় আপডেট ...

৪৮ ঘণ্টাতেই সাফল্য, ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার কিনারা করল আসানসেল পুলিশ, গ্রেপ্তার চার...

ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ ঘি-ব্যবসায়ী...

জলপাইগুড়ি বইমেলায় টেকনো ইন্ডিয়া স্কুলের সংবর্ধনা ক্রীড়া এবং বিজ্ঞানের কৃতি পড়ুয়াদের...

ভরা মাঘে ফের শীতের ইনিংস শুরু! হু-হু করে নামবে পারদ, রইল আবহাওয়ার বড় আপডেট ...

নজর কাড়েন প্রথম মহিলা ঢাকি দল গড়ে, পদ্মশ্রী সম্মান প্রাপ্তির পর বড় বার্তা দিলেন মছলন্দপুরের গোকুল  ...

শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অতিথি হাজার হাজার পাখি, রসিকবিলে শুরু হল পাখিশুমারি...

রাতবিরেতে ধারালো অস্ত্র হাতে ঘুরছে কে? ভয়ে তটস্থ গ্রামবাসীরা, আতঙ্ক কালনার গ্রামে ...

মমতা শঙ্কর থেকে অরিজিৎ সিং, বাংলার ন'জনের ঝুলিতে এল পদ্মশ্রী সম্মান, রইল তালিকা ...

নরেন্দ্রপুরের স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, শোরগোল গোটা এলাকায় ...

চুঁচুড়ায় সাড়ম্বরে পালিত হল জাতীয় ভোটার দিবস ...

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, ফাঁকা বাড়িতে গৃহবধূর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ...

প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় তিনটি বাঙ্কারের সন্ধান পেল বিএসএফ, ভিতরে উঁকি দিতেই চক্ষু স্থির ...

আর জি কর মামলার শাস্তি ঠিক হল না: সাংসদ কল্যাণ ব্যানার্জি ...

চুঁচুড়ায় উৎসবের মেজাজ, বাড়ি ফিরলেন খো-খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড় সুমন ...

ফের হামলা আসানসোলে, এবার দিনেদুপুরে বন্দুক নিয়ে হামলা এক ব্যবসায়ীর বাড়িতে ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24